ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন আজ বুধবার (২৯ মে) অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ৮৭টি উপজেলার সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট এসব এলাকায় ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা-উপশাখা বন্ধ থাকবে।
Advertisement
এর আগে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এক নির্দেশনায় বলা হয়, দেশের ৮৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ২৯ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংক সমূহের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা/উপশাখা বন্ধ থাকবে।
গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ৮৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৯ মে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
আরও পড়ুনভোটের কারণে ৪৮ ঘণ্টা মোবাইল ব্যাংকিং বন্ধবিশেষ প্রয়োজনে খোলা থাকবে ব্যাংকইএআর/এমএইচআর/জেআইএম
Advertisement