জাতীয়

দেশে ফিরলেন এভারেস্ট-লোৎস্যে জয়ী বাবর আলী

দেশে ফিরেছেন চট্টগ্রামের সন্তান এভারেস্ট ও লোৎসে বিজয়ী ডা. বাবর আলী।

Advertisement

মঙ্গলবার (২৮ মে) রাত সোয়া ৯টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী প্লেন। এর আগে সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিকেল সাড়ে ৫টায় আসার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নেপাল থেকে দেশে ফিরতে দেরি হয় ডা. বাবর আলীর।

শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে ডা. বাবর আলী বলেন, ‘আত্মবিশ্বাস ছিল এভারেস্ট ও লোৎসের চূড়ায় পৌঁছানোর পর আবার নিরাপদে দেশে ফিরে আসবো। সেটিই হলো। দীর্ঘ প্রশিক্ষণ, প্রচেষ্টা, আকাঙ্ক্ষা সবই পূরণ হলো। দেশের মানুষ যেভাবে উৎসাহ জুগিয়েছে, এতে আমি দারুণ আনন্দিত।’

অভিযানের সমন্বয়ক ফারহান জামান বলেন, বাবর আলীর মা-বাবা এবং শুভাকাঙ্ক্ষীদের আবদার রক্ষার্থে আমরা ৩ জুনের পরিবর্তে আজই তাকে দেশে ফিরিয়ে এনেছি।

Advertisement

এভারেস্ট ও লোৎসে পর্বতশৃঙ্গে আহরণের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশে রওনা হয়েছিলেন গত ১ এপ্রিল। ১৯ মে ভোরে ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা।

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় আরোহণের দুদিন পর লোৎসে পর্বতের শীর্ষ (৮ হাজার ৫১৬ মিটার) ওঠেন ৩৩ বছর বয়সী বাবর আলী। ২১ মে নেপাল সময় সকাল ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিট) বাবর লোৎসে পর্বতচূড়ায় পা রাখেন। নেপালের স্নোয়ি হরাইজন নামের ট্রেকিং ও পর্বতাভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এভারেস্ট ও লোৎসে অভিযানে যান বাবর।

ক্লাবের পক্ষ থেকে আগামীকাল বুধবার বেলা ১১টায় চট্টগ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বাবর তার নিজের অভিজ্ঞতা আরও বিস্তৃতভাবে তুলে ধরবেন। এ ছাড়া সাফল্য উদ্‌যাপন করতে ২ জুন চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকা থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত সাইকেল রাইড থাকবে।

এএজেড/এমএএইচ/

Advertisement