জাতীয়

ঈদযাত্রায় ট্রেনের সব টিকিট বিক্রি হবে অনলাইনে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২ জুন শুরু হবে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। অগ্রিম টিকিটের সবই বিক্রি হবে অনলাইনে। তবে অতিরিক্ত যাত্রীর চাহিদা মাথায় রেখে কোনো ট্রেনের মোট সাধারণ আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করবে রেলওয়ে। ট্রেন ছাড়ার দিন স্টেশনের কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করা যাবে স্ট্যান্ডিং টিকিট।

Advertisement

মঙ্গলবার (২৮ মে) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে।

সংবাদ সম্মেলনে বলা হয়, একজন যাত্রী ঈদে অগ্রিমযাত্রা ও ফেরতযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। কোনো যাত্রী সর্বাধিক ৪টি আসনের টিকিট কিনতে পারবেন। তবে এই ৪টি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকিট কেনার সময় নিবন্ধন করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওই ওটিপি নম্বর দিয়েই টিকিট নিশ্চিত করা হবে।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ জুনের টিকিট বিক্রি করা হবে।

Advertisement

আরও পড়ুন

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন ঈদযাত্রায় চলবে ২০ স্পেশাল ট্রেন

আগামী ২ জুন থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ১২ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ২ জুন, ১৩ জুনের অগ্রিম টিকিট মিলবে ৩ জুন। ১৪ জুনের টিকিট ৪ জুন, ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৬ জুন।

এছাড়া ২০ জুনের ফেরতযাত্রার টিকিট মিলবে ১০ জুন। ২১ জুনের টিকিট ১১ জুন, ২২ জুনের টিকিট ১২ জুন, ২৩ জুনের টিকিট ১৩ জুন এবং ২৪ জুনের ফেরতযাত্রার অগ্রিম টিকিট মিলবে ১৪ জুন।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে নির্দিষ্ট দিন সকাল ৮টায়। এছাড়া পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

Advertisement

অনলাইনে রেলের টিকি বিক্রি নিয়ে সহজ ডটকমের নানান অনিয়মের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ বিষয়ে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, ‘সহজ ডটকমকে আমরা আগেই সতর্ক করেছি। তাদের বিষয়ে আমাদের কাছেও অনেক অভিযোগ এসেছে। সংসদীয় কমিটিও এ বিষয়ে কথা বলেছে। এবারের ঈদযাত্রার পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এনএস/কেএসআর/এএসএম