প্রবাস

বেলগো বাংলার পঞ্চম বর্ষপূর্তি-বৈশাখী উৎসব

বেলজিয়ামে বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনটির পঞ্চম বর্ষপূর্তি ও পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় রোববার লিয়েজের একটি অডিটোরিয়ামে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশের উপস্থাপিকা শান্তা জাহান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কমিউনিটির নেতাকর্মীরা

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সদস্য সাইদুর রহমান লিটন, তপন রায়, চয়ন রায়, নয়ন রায়, শরিফুল ইসলাম মঞ্জু, হাবিবুল হাসান সোহাগ, মহসিন হোসেন, জসিম উদ্দিন, আছাদুর রহমান টিটু, আব্দুল মান্নান, রোমান, রুবেল, বিমল শীল, আশীস শীল, আলম, জামাই মাহবুব ও আশ্রাফ কিটুসহ আরও অনেকে।

দিনব্যাপী আয়োজনে বৈশাখী সাজে সজ্জিত বাঙালি নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই মগ্ন ছিল উৎসবে। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় আগত দর্শকদের ধন্যবাদ জানান আয়োজক চয়ন রায়।

Advertisement

বাঙালির ঐতিহ্যবাহী লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী মনির খান, লায়লা ইয়াসমিন ও বেলী আফরোজ।

অনুষ্ঠানে দর্শকদের মধ্যে বাঙালিয়ানা সাজ দেখে শিল্পীরা বলেন, উৎসবে নাচ, কবিতা সবকিছু মিলিয়ে অনুষ্ঠানটি দেখে মনে হয়েছে প্রবাসের বুকে এ যেন এক টুকরো বাংলাদেশ।

অনুষ্ঠানে বেলজিয়াম বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। লটারি ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এতে প্রথম পুরস্কার হিসেবে ছিল ব্রাসেলসে টু ঢাকা এয়ার টিকিট।

এমআরএম/জেআইএম

Advertisement