আন্তর্জাতিক

এভারেস্ট জয় করতে গিয়ে ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

এভারেস্ট জয় করতে গিয়ে এবার প্রাণ গেলো এক ভারতীয় পর্বতারোহীর। মঙ্গলবার (২৮ মে) নেপালের পর্যটন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, এভারেস্ট থেকে গত সপ্তাহে উদ্ধার করা হয়েছিল ৪৬ বছরের বংশী লালকে। এরপর কাঠমান্ডুর এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু এদিন হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

Advertisement

ফলে চলতি মৌসুমে বিশ্বের সর্বোচ্চ শিখর জয় করতে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে।

জানা গেছে, ৮০০০ মিটারের উপরে বাতাসের ঘনত্ব অত্যন্ত কম থাকে। তাই অক্সিজেনও কম থাকে। তার ওপর মাঝে মাঝেই তুষাড় ঝড় সৃষ্টি হয়। এতে মূলত হতাহতের ঘটনা ঘটে।

আরও পড়ুন>

Advertisement

৩০ বার এভারেস্টের চূড়ায়, ভাঙলেন নিজের রেকর্ড এভারেস্ট জয় করে ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু

৪৬ বছরের বংশী লালের মৃত্যুর আগে একজন ব্রিটিশ পর্বতারোহী এবং একজন নেপালি গাইডসহ আরও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে চলতি মৌসুমে। সব মিলিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। গত বছর মোট ১৮ জনের প্রাণহানি হয়েছিল।

তাছাড়া বুধবার (২২ মে) ৩০ বার মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠে নিজের রেকর্ড ভেঙেছেন কামি রিতা শেরপা। ১০ দিনের মাথায় দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের চূড়ায় ওঠেন তিনি।

অন্য আরেক শেরপা এখন পর্যন্ত ২৭ বার এভারেস্টের চূড়ায় ওঠেছেন। তার অবস্থান কামি রিতার পরে।

সূত্র: এএফপি, এনডিটিভি

Advertisement

এমএসএম