জয়পুরহাটের কালাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক হত্যায় বাবা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২৮ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কালাই উপজেলার আওড়া কালিমোহর গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে জয়নাল মণ্ডল, মোজাম্মেল হক ও মোফাজ্জল হোসেন, মোফাজ্জলের ছেলে মোস্তফা ও মোসফর আলী, মোজাম্মেলের ছেলে মাহফুজার ও মাসুদ, বাদশার ছেলে মামুনুর রশীদ, মৃত লসির উদ্দিনের ছেলে সামসুদ্দিন ও আলমগীরের ছেলে বেলাল।
আদালতের সরকারি এপিপি আবু নাছিম মো. শামীমুল ইমাম শামীম জানান, ২০১৫ সালের ৫ জুলাই বিকেলে উপজেলার আওড়া গ্রামের আব্দুস সামাদের পৈত্রিক সম্পত্তিতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাটি কেটে অন্য জমি ভরাট করছিলেন। তখন সামাদের দুই ছেলে সাইদুল ইসলাম ও শরীফুল ইসলাম বাধা দিলে আসামিরা সাইদুল ও শরীফুলকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালাই হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জুলাই সাইদুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা আবদুস সামাদ বাদী হয়ে কালাই থানায় একটি মামলা করেন। পরে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত বিশ্বজিৎ বর্মণ ২০১৫ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২২ জনসাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ (মঙ্গলবার) এ রায় দেন।
Advertisement
আরএইচ/জেআইএম