জাতীয়

ঈদে ট্রেনের ফিরতি টিকিট মিলবে ১০ জুন থেকে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য আগামী ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ফিরতি টিকিট পাওয়া যাবে ১০ জুন থেকে।

Advertisement

মঙ্গলবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টায় রেল ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ঈদযাত্রায় রেলের বিস্তারিত কর্মসূচি জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলী।

ঘোষণায় বলা হয়, ২০ জুনের ফেরতি টিকিট মিলবে ১০ জুন। ২১ জুনের টিকিট ১১ জুন, ২২ জুনের টিকিট ১২ জুন, ২৩ জুনের টিকিট ১৩ জুন এবং ২৪ জুনের অগ্রিম টিকিট মিলবে ১৪ জুন।

Advertisement

রেলের ডিজি বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। এবারের ঈদযাত্রা নিরাপদ হবে। নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক মনিটরিং সেল গঠন করার কথাও জানান তিনি।

আগামী ২ জুন থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ১২ জুনের টিকিট পাওয়া যাবে ২ জুন, ১৩ জুনের টিকিট পাওয়া যাবে ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন, ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের টিকিট পাওয়া যাবে ৬ জুন।

এনএস/এসএনআর/জিকেএস

Advertisement