ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের পাশে দাঁড়াতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Advertisement
মঙ্গলবার (২৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
একই সঙ্গে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন মির্জা ফখরুল। উপকূলীয় এলাকার মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর আঘাতে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
Advertisement
আরও পড়ুন
দেড়লাখ মানুষ পানিবন্দি, ভেসে গেছে হরিণসহ দুই হাজারের বেশি পশুঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০ লাখ মানুষের মাঝে জরুরিভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণসহ দুর্গত মানুষদের সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সবার প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগকবলিত মানুষ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে।
কেএইচ/এসএনআর/জিকেএস
Advertisement