অর্থনীতি

মরক্কো থেকে ২১০ কোটি টাকার সার কিনবে সরকার

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে ২০২৩-২৪ অর্থবছরের জন্য মরক্কো থেকে ২১০ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতায় এ সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Advertisement

সোমবার (২৭ মে) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিএডিসির আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক বাজারে সারের দাম কমায় আমাদের অনেক সাশ্রয় হয়েছে উল্লেখ করে সচিব বলেন, সার আমদানিতে মোট ব্যয় হবে ২১০ কোটি ১০ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য পড়বে ৪৭৭ দশমিক ৫০ মার্কিন ডলার। এর আগের মূল্য ছিল ৫৪৭ দশমিক ৫০ মার্কিন ডলার।

Advertisement

এমএএস/এমএএইচ/এমএস