বিনোদন

‘সত্য প্রতিষ্ঠায় আল্লাহর সাহায্য চিরন্তন’ বললেন ডিপজল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে ডিপজলের বিরুদ্ধে দেওয়া হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এর ফলে সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে বাধা থাকলো না খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের।

Advertisement

সোমবার (২৭ মে) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আরও পড়ুন:

সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে বাধা নেই ডিপজলের ডিপজলের জন্য নিজ হাতে ২৫ লাখ টাকার খাট বানালেন ভক্ত!

এদিকে ডিপজল বিষয়টি জানার পর খুশিতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সত্য প্রতিষ্ঠায় আল্লাহর সাহায্য চিরন্তন।’

Advertisement

ডিপজলের এ পোস্টের কমেন্টে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।’

এর আগে ২০ মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ শিল্পী সমিতির নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী ডিপজল তার পদে বসতে পারবেন না বলে আদেশ দেন। সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট।

গত ১৫ মে নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় শিল্পী একটি রিট আবেদন করেন। রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

এমআই/এমএমএফ/এমএস

Advertisement