দেশজুড়ে

ঝালকাঠিতে নদী তীরবর্তী এলাকায় সাপ আতঙ্ক

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝালকাঠির নদ-নদীতে পানি বেড়েছে। পানি বিপৎসীমা অতিক্রম করে আবাসিক এলাকায় ঢুকছে। এরইমধ্যে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। বাসাবাড়িতে ঢুকে পড়ছে সাপ।

Advertisement

বাসিন্দারা বলছেন, পানি বেড়ে নিচু বাগান, ঝোপঝাড়, জঙ্গল তলিয়ে গেছে। সাপের বসবাসের নির্ধারিত স্থান তলিয়ে যাওয়ায় আশ্রয় নিচ্ছে উঁচু স্থানের ঝোপ-জঙ্গলে। ঢুকছে বাড়িঘরে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক রনি বলেন, ‘সকাল থেকেই পানি বাড়তে শুরু করেছে। পানিতে সাপ সাঁতরাতে দেখেছি। কখন ঘরে উঠে আসে সেই ভয়ে আছি। সাপটি বিষাক্ত কি-না বুঝতে পারিনি। তবে রং ছিল কুচকুচে কালো।’

বিষখালী নদী তীরবর্তী সাচিলাপুর এলাকায় পানি ঢুকেছে। গতকাল বেড়িবাঁধের ওপরে দুটি সাপ পিটিয়ে মেরেছেন স্থানীয়রা।

Advertisement

ঝালকাঠি সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জেবুন্নেছা বলেন, আমাদের এদিকে যেসব সাপ আছে, তার বেশিরভাগই নির্বিষ। তারপরও সাপ থেকে সতর্ক থাকা উচিত।

তিনি আরও বলেন, সাপ পানিতে সাঁতার কাটে কিন্তু বসবাস করতে পারে না। উঁচু স্থানের নিঝুম ঝোপঝাড়, রান্নাঘর, গোয়ালঘর, কাঁচারি ঘর, পরিত্যক্ত ঘরে বাসা বাঁধে। সেখানেই প্রজননের মাধ্যমে বংশ বিস্তার ঘটায়। তবে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে সাপ থাকতে পারে না।

আতিকুর রহমান/এসআর/এমএস

Advertisement