প্যাট কামিন্স, ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক- এই তিনজন গতকাল রোববার আইপিএলের ফাইনাল ম্যাচ খেলেছেন। এরপর এখনো দেশে ফেরেননি। এছাড়া রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন। এই দুইজনও আছেন অস্ট্রেলিয়াতেই। দলের সঙ্গে এখনো যোগ দেননি।
Advertisement
অপরদিকে অধিনায়ক মিচেল মার্শ এখনো ইনজুরি থেকে সেরে উঠতে পারেননি। তিনি বল করার জন্য প্রস্তুত নন। অর্থাৎ ব্শ্বিকাপ স্কোয়াডের ৬ ক্রিকেটার এখন দলের বাইরে। আগামী বুধবার নামিবিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তাদেরকে কাউকে দলে পাওয়ার সম্ভাবনা নেই টিম অস্ট্রেলিয়ার।
সে হিসেবে স্কোয়াডে বাকি থাকে ৯ ক্রিকেটার। তার মানে হলো, ৯ ক্রিকেটার দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে অস্ট্রেলিয়া।
একাদশ তো সাজাতে হবে। তাহলে বাকি ২ ক্রিকেটার কোথায় পাবে অস্ট্রেলিয়া? সমাধান হলো- দলের সঙ্গে যাওয়া টিম স্টাফরা। অর্থাৎ স্টাফদের মধ্য থেকেই দুইজনকে মাঠে নামাবে অস্ট্রেলিয়া।
Advertisement
বর্তমান হেড কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড, নির্বাচক জর্জ বেইলি, সহকারি কোচ আন্দ্রে বরোভিক ও স্টাফ ব্রাড হজ সবাই অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার। এদের মধ্যে থেকেই ২ জনকে ফিল্ডিং নামাবে অসিরা।
এমএইচ/জেআইএম