জাতীয়

শাহ আমানত বিমানবন্দর ১৭ ঘণ্টা পর চালু

ঘূর্ণিঝড় রিমালের কারণে বন্ধ হওয়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১৭ ঘণ্টা পর চালু হয়েছে। সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।

Advertisement

সোমবার (২৭ মে) ভোর পাঁচটায় বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল সোয়া ১০টায় তিনি জাগো নিউজকে বলেন, এখনো পর্যন্ত তিনটি ফ্লাইট এসেছে, দুটি চলে গেছে। আরেকটি ফ্লাইট ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে আবহাওয়া অধিদফতর থেকে চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখানোর পর রোববার দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।

Advertisement

এমডিআইএইচ/জেএইচ/জিকেএস