আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ঝড়-টর্নেডোর আঘাতে নিহত ১৫

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে টর্নেডো। দেশটির টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমাসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো এবং আরও বেশ কিছু ছোট-বড় ঝড়ের আঘাতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

বিভিন্ন স্থানে উদ্ধার কাজ চলছে। স্থানীয় সময় শনিবার শেষের দিকে ঝড় আঘাত হানার পর থেকে কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

টেক্সাসের কুক কাউন্টি শেরিফ রে স্যাপিংটন একটি সংবাদ সম্মেলনে বলেন, ডালাসের উত্তরের ভ্যালি ভিউ এলাকায় টর্নেডোর আঘাতে সাতজন নিহত হয়েছেন। লোকজনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

টর্নেডোর আঘাতে বাড়ি-ঘর এবং একটি গ্যাস স্টেশন ধ্বংস হয়ে গেছে। এছাড়া হাইওয়েতে বেশ কিছু গাড়ি উল্টে গেছে বলে খবর পাওয়া গেছে।

Advertisement

স্থানীয় সময় শনিবার রাতে ওকলাহোমা অঙ্গরাজ্যের মায়েস কাউন্টিতে ঝড়ের আঘাতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। কাউন্টির জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান জনি জানজেন ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মিম শেয়ারের জন্য লোক খুঁজছেন বাইডেন হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, প্রাণে রক্ষা পেলো যাত্রীরা

অপরদিকে আরকানসাসে রোববার সকালে ঝড়ের আঘাতে পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং গাছ-পালা উপড়ে গেছে।

এছাড়া অনেক এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে কেনটাকির লুইসভিলে আরও একজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন শহরের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ। বেশ কিছু এলাকায় এখনও টর্নেডোর সতর্কতা জারি রয়েছে।

টিটিএন

Advertisement