দেশজুড়ে

চলছে রিমালের তাণ্ডব, আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে একজনের মৃত্যু

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব এখনো চলছে সাতক্ষীরা উপকূলে। কয়রা উপজেলার গাবুরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) রাত ৮টার দিকে রাস্তায় স্ট্রোক করে তার মৃত্যু হয়।

Advertisement

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া প্রচণ্ড ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে দুই উপজেলা। নদীতে জোয়ারের পানি বেড়েছে ৩-৪ ফুট পর্যন্ত। উপকূল রক্ষা বেড়িবাঁধের একাধিক পয়েন্টে ফাটলও ধরেছে।

এদিকে রিং বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার মাছের ঘের। ক্ষতিগ্রস্ত হয়েছে গাছের আম। টানা বৃষ্টি আর জোয়ারের পানির চাপে পানিবন্দি হয়ে পড়েছে বহু পরিবার। কিছু এলাকায় বিচ্ছিন্ন রয়েছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট।

Advertisement

অপরদিকে সাইক্লোন শেল্টারে রোববার মধ্যরাত পর্যন্ত আশ্রয় নিয়েছেন প্রায় এক লাখ মানুষ। তারা বেশিরভাগই নদী পাড়ের বাসিন্দা। তবে সোমবার সকালে অনেকে নিজ বাড়িতে যেতে শুরু করেছেন।

ঘূর্ণিঝড়ে কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। কয়েকটি স্থানে সড়কের পাশের গাছ ভেঙে পড়েছে।

আহসান রাজীব/এফএ/জেআইএম

Advertisement