ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
Advertisement
সোমবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় রিমালের কারণে চাঁদপুর জেলার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতাধীন করা হয়েছে। সৃষ্ট এই ঘূর্ণিঝড়ে নদীপথে দুর্ঘটনা এড়াতে রোববার বিকেল সাড়ে ৩টার পর থেকে নরসিংহপুর ফেরিঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, আমাদের ঘাট থেকে সর্বশেষ সাড়ে তিনটায় একটি ফেরি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায় এবং বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর থেকে একটি ফেরি এসে পৌঁছায়। এরপর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
Advertisement
বিধান মজুমদার অনি/এফএ/জিকেএস