খেলাধুলা

স্টেইনের কাছে হেরে গেল উইন্ডিজ

প্রতিরোধ গড়া তো দূরের কথা, দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতোই ভেঙে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন। ডেল স্টেইনের ঝড়ো বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩১ রানে অলআউট হয়েছে অতিথিরা। মাত্র ৮.২ ওভার বোলিং করে ৩৪ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন স্টেইন।দেড় দিন হাতে রেখেই সেঞ্চুরিয়ান টেস্ট জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা জয় পেয়েছে এক ইনিংস ও ২২০ রানে। এ জয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল হাশিম আমলার দল।টস হেরে আগে ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে ৫৫২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল। এর জবাবে প্রথম ইনিংসে ২০১ রানে অলআউট হওয়ায় ফলোঅন করতে বাধ্য হয় ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল দিনেশ রামদিনের দল। আর শনিবার স্টেইন ঝড়ে মাত্র ১৩১ রানেই শেষ হয়ে গেছে সফরকারীদের দ্বিতীয় ইনিংস।সংক্ষিপ্ত স্কোরটস : ওয়েস্ট ইন্ডিজ; আগে বোলিং করার সিদ্ধান্তদক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ৫৫২/৫, ডিক্লেয়ার; ১৪০.৩ ওভার (আমলা ২০৮, ভিলিয়ার্স ১৫২, ভ্যান জিল* ১০১; রোচ ২/৫২, বেন ২/১৪৮)ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ২০১/১০; ৬০.২ ওভার (স্মিথ ৩৫, ব্রাথওয়াইট ৩৪; ফিলান্ডার ৪/২৯, মর্কেল ৩/৫৫)ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস : ১৩১/১০; ৪২.৩ ওভার (জনসন ৩৯, ব্রার্থওয়াইট ২০; স্টেইন ৬/৩৪, মর্কেল ২/৪৩)ফল : দক্ষিণ আফ্রিকা এক ইনিংস ও ২২০ রানে জয়ীসিরিজ : ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়েম্যাচ সেরা : হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)

Advertisement