মধ্য ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত চার মাসের মধ্যে তেল আবিব এলাকায় এটাই হামাসের প্রথম রকেট হামলা।
Advertisement
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা এলাকা থেকে অন্তত আটটি রকেট ছোড়া হয়েছে। যদিও বেশ কয়েকটি রকেট ভূ-পাতিত করা হয়েছে।
আরও পড়ুন>
আদালতের আদেশ উপেক্ষা করে হামলা, গাজায় নিহত বেড়ে প্রায় ৩৬ হাজার লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলে ক্ষয়ক্ষতিএ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত কয়েক সপ্তাহ ধরে রাফায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল।
Advertisement
হামাসের রকেট হামলার সময় হার্জলিয়া ও পেটাহ টিকভাসহ ইসরায়েলের কয়েকটি শহরে সাইরেন বাজানো হয়।
এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৬ হাজারে পৌঁছেছে। রোববার (২৬ মে) বিকেলের দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯৮৪ জনে।
সাত মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে আহত হয়েছেন অন্তত ৮০ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি। তাছাড়া গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৮১ জন।
সূত্র: টাইমস অব ইসরায়েল, বিবিসি, আল-জাজিরা
Advertisement
এমএসএম