জাতীয়

ঘূর্ণিঝড় রিমাল: কক্সবাজারের সব ফ্লাইট বাতিল

ঘূর্ণিঝড় রিমালের কারণে কক্সবাজার বিমানবন্দরের দিনের সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা কক্সবাজারে তাদের সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

Advertisement

এছাড়া ঢাকা থেকে কলকাতা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ও নভোএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার (২৬ মে) ঢাকা-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস বাংলা এয়ারলাইন্সের সাতটি, নভোএয়ারের তিনটি, এয়ার অ্যাস্ট্র্যার তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

Advertisement

ঘূর্ণিঝড় রিমাল/শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা

এছাড়া চট্টগ্রামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি, ইউএস বাংলার সাতটি, এয়ার অ্যাস্ট্রার দুইটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর বাইরে বিমানের যশোর ও বরিশালের একটি করে ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড়ের ক্ষতি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ ৮ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এমএমএ/এসআইটি/এমএস

Advertisement