ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশালে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। এ পরিস্থিতিতে বরিশাল বিমানবন্দর থেকে সব ফ্লাইট ওঠানামা বন্ধ করেছে কর্তৃপক্ষ।
Advertisement
রোববার (২৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিমান বন্দরের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম।
তিনি জানান, সকালে একটি ফ্লাইট ছিল। আবহাওয়া অনুকূলে না থাকায় সেটি বাতিল করা হয়েছে। এছাড়া বিমানবন্দরে সব বিমান ওঠানামাও স্থগিত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু করা হবে।
বরিশাল বিভাগীয় আবহাওয়া ও বেলুন স্টেশনের উচ্চ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, পায়রা সমুদ্র বন্দর থেকে ২৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় রিমাল। ইতোমধ্যে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বেড়েছে। জানানো হয়েছে ১০ নম্বর মহাবিপৎসংকেত।
Advertisement
শাওন খান/আরএইচ/এমএস