দেশজুড়ে

সোনাগাজীতে প্রস্তুত ৪৩ আশ্রয়কেন্দ্র

ফেনীর উপকূলীয় অঞ্চল সোনাগাজীতে ঘূর্ণিঝড় ‘রিমাল’ মোকাবিলায় ৪৩ টি আশ্রয়কেন্দ্রসহ ১৯টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement

এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে প্রধান করে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের 01766 598259 নম্বরে কল করে ঘূর্ণিঝড় সংক্রান্ত যে কোনো বিষয়ে যোগাযোগ করা যাবে।

শনিবার (২৫ মে) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের প্রস্তুতি হিসেবে উপজেলার উপকূলীয় ৪টি ইউনিয়নে ৩৩টিসহ মোট ৪৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ১৯টি মেডিকেল টিম ও সিপিপির ২ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে প্রস্তুত রাখা হয়েছে।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/