জাতীয়

ঘূর্ণিঝড় ‘রিমাল’: লঞ্চ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় ‘রিমাল’ বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসার পরিপ্রেক্ষিতে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার (২৫ মে) রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) মো. জয়নাল আবেদীন এ তথ্য জানান।

তিনি জানান, ঘূর্ণিঝড় 'রেমালʼ এর প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় যাত্রী সাধারনের জানমালের নিরাপত্তার স্বার্থে আজ রাত ১০টায় অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চসমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তিনি।

Advertisement

সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। এ অবস্থায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

আরএমএম/জেডএইচ/