অর্থনীতি

পতনের বাজারে ‘পচা’ মিথুন নিটিংয়ের দাপট

দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদন হওয়া চার কার্যদিবসেই দরপতন হয়েছে। ফলে সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। এ পতনের বাজারেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে কিছু প্রতিষ্ঠান। সপ্তাহজুড়ে দাম বাড়ার ক্ষেত্রে সব থেকে বেশি দাপট দেখয়েছি ‘জেড’ গ্রুপ বা পচা কোম্পানির তালিকায় থাকা মিথুন নিটিং।

Advertisement

গত সপ্তাহে বিনিয়োগকারীদের একটি অংশের কাছে কোম্পানিটির আগ্রহের শীর্ষ চলে আসে। এতে ডিএসইতে দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ২৩ কোটি টাকার বেশি।

গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৮ দশমিক ৭৪ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৭ টাকা ১০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মেলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৩ কোটি ৬ লাখ ৮৭ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩১ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২৪ টাকা ৭০ পয়সা।

শেয়ার দামে এমন উত্থান হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। তার আগে ২০১৫ সালে ১৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়। তবে ২০১৬ সালের পর কোম্পানিটি বিনিয়োগকারীদের আর কোনো লভ্যাংশ দেয়নি। বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ায় কোম্পানিটির স্থান হয়েছে জেড গ্রুপে।

Advertisement

১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিাটির পরিশোধিত মূলধন ৩২ কোটি ৪৯ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৯১ হাজার ১৬২টি। এর মধ্যে ১৭ দশমিক ২০ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৭ দশমিক ১৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৪৯ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক ১৬ শতাংশ শেয়ার আছে।

মিথুন নিটিংয়ের পরেই গত সপ্তাহে দাম বাড়ার তালিকায় ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। সপ্তাহজুড়ে এই কোম্পানির শেয়ার দাম বেড়েছে ২৮ দশমিক ১৩ শতাংশ। ২২ দশমিক ৪০ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে ইয়াকিন পলিমার।

এছাড়া গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা-অ্যাকটিভ ফাইনের ১৪ দশমিক ২৯ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ২৩ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৬৮ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৮ দশমিক ৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ৮ দশমিক ৭৩ শতাংশ, দুলামিয়া কটনের ৮ দশমিক ২৪ শতংশ এবং গোল্ডেন জুবেলি মিউচুয়াল ফান্ডের ৭ দশমিক ৫১ শতাংশ দাম বেড়েছে।

এমএএস/এমআইএইচএস/জেআইএম

Advertisement