রাজনীতি

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ওলামা লীগের মানববন্ধন

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।

Advertisement

শনিবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ‘শুধু বিবৃতি আর ত্রাণ দেওয়া নয়; সব মুসলিম দেশের সরকারের উচিত ইসরায়েল ও তার সহযোগীদের সব পণ্য বর্জন করা। গোটা মুসলিম বিশ্ব আশা করেছিলো তুরস্ক ইসরাইলের বিরুদ্ধে হামাসকে অস্ত্র সহযোগিতা দিবে কিন্তু সামান্য বিবৃতি আর বানিজ্য বন্ধের ঘোষণা ছাড়া কার্যত কিছুই করেনি। সৌদি যুবরাজ বিন সালমান বলেছে, তার দেশ ফিলিস্তিনি জনগণের একটি স্বাভাবিক জীবনযাপনের অধিকার রক্ষা, তাদের আশা-আকাঙ্ক্ষা ও স্থায়ী শান্তি অর্জনের জন্য সবসময় তাদের পাশে থাকবে। প্রভাবশালী আরব দেশ কাতার ইসরায়েলের বিরুদ্ধে কিছু বিবৃতি দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে ১৯৮০ সালেই চুক্তি করা মিশর উভয় পক্ষকে সংযত হতে বলেছে। অনেকটা একই সুরে কথা বলেছে বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো।

বক্তারা বলেন, ইসরায়েলি পণ্যদ্রব্য, সংবাদ সংস্থা, সাংস্কৃতিক ও একাডেমিক প্রতিষ্ঠান সরাসরি বর্জন ও পরিহার করতে হবে। বাণিজ্য চুক্তি বন্ধ ও ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে গোটা মুসলিম বিশ্ব ও মুসলিম শাসকদের এক হতে হবে।

Advertisement

এসময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আওয়ামী ওলামা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএএস/এসআইটি/জেআইএম