জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ অ্যাপ বদলে যাচ্ছে। মেটা সাইটটিতে নানান পরিবর্তন আনতে চলেছে। এরই মধ্যে একাধিক নতুন ডিজাইন যুক্ত হয়েছে সাইটটিতে। এবার চ্যাটে পরিবর্তন আনছে প্ল্যাটফর্মটি। নতুন ফিচার যুক্ত হচ্ছে সাইটটিতে।
Advertisement
শিগগির একটি নতুন ফিচার চালু করবে, যা ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা ছবি এবং ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানাতে দেবে। এই নতুন বৈশিষ্ট্যটি বর্তমানে পরীক্ষার পর্যায়ে রয়েছে।
এখন কথোপকথনের সময় একটি ইমেজ বা ভিডিওতে প্রতিক্রিয়া জানানোর উপায় হলো এটিকে ডানদিকে সোয়াইপ করা বা এটিতে দীর্ঘক্ষণ ক্লিক করা এবং প্রতিক্রিয়া বেছে নেওয়া। নতুন ফিচার চালু হলে চ্যাটের সময় কোনো মিডিয়া ফাইল দেখার সময় একটি ‘রিপ্লাই’ অপশন উপস্থিত হবে এবং ব্যবহারকারীরা সহজেই ফাইল থেকে সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারবেন।
আরও পড়ুন
Advertisement
যদি ব্যবহারকারীরা শুধু একটি ইমোজির সঙ্গে প্রতিক্রিয়া জানাতে চান তাহলে তারা কেবল ‘রিপ্লাই’ বারের ডান পাশে থাকা বৃত্তাকার ইমোটিকন আইকনে ক্লিক করতে পারেন এবং নিজেদের পছন্দের ইমোটিকনটি বেছে নিতে পারেন।
নতুন ফিচারের তিনটি প্রধান সুবিধা হলো-
১. এটি ব্যবহারকারীদের বর্তমান স্ক্রিন না রেখেই ছবি বা ভিডিওতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে দেয়।
২. কথোপকথন চালিয়ে যাওয়া এবং শেয়ার করা কনটেন্টের বিষয়বস্তু যেন হারিয়ে না যায় সুনিশ্চিত করে।
Advertisement
৩. এটি একটি মিডিয়া ফাইল দেখার সময় অপ্রয়োজনীয় বাধা দূর করবে।
ওয়েবিটাইনফো জানিয়েছে, এই ফিচারটি বর্তমানে বিটা পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং শুধু যারা অ্যান্ড্রয়েড ২.২৩.২০.২০-এর জন্য সাম্প্রতিক বিটা সংস্করণ ডাউনলোড করেছেন তাদের জন্য উপলব্ধ। শিগগির হয়তো সব ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন।
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপে আসছে এআই ইমেজ এডিটর হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবেসূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এমএস