জাতীয়

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

চট্টগ্রামের লোহাগাড়া ড্রাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত আরেক আরোহী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

বৃহস্পতিবার (২৩ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত কিশোরের নাম মোহাম্মদ কাইছার (১৭)। তিনি লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সাওদাগর পাড়ার নুরুল আবছারের ছেলে। আহত জিয়াউর রহমান জিয়া একই এলাকার বাসিন্দা।

জিয়া কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা বাজারে মেসার্স জননী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। আর জিয়ার দোকানে চাকরি করতেন কাইছার।

Advertisement

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে জিয়া ও কাইছার মোটরসাইকেল লোহাগাড়ার বাড়িতে ফেরার পথে আধুনগরে পৌঁছালে পেছন থেকে ড্রাম্প ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় কাইছারের।

মো. এরফান বলেন, ‘ঘাতক ড্রাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এএজেড/জেডএইচ/এমএস

Advertisement