আন্তর্জাতিক

চীনে ছুরিকাঘাতে নিহত ৮

চীনে ছুরিকাঘাতে আটজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মে) সকালে হুবেই প্রদেশের জিয়াওগান শহরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভি।

Advertisement

স্থানীয় পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির আঘাত গুরুতর নয়। এরই মধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে। তবে তার পুরো নাম প্রকাশ করেনি পুলিশ। ঘটনার বিস্তর তদন্ত চলছে।

জানা গেছে, ৫৩ বছর বয়সী ওই হামলাকারী মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে। এর আগে তাকে মানসিক চিকিৎসাও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: 

Advertisement

চীনা গাড়িতে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ, সমর্থন করেন না ইলন মাস্ক দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপে চীনা ক্ষেপণাস্ত্র! চীনের সঙ্গে দ্বন্দ্ব, ভিয়েতনাম থেকে আমদানি বেড়েছে যুক্তরাষ্ট্রের তাইওয়ানের আকাশে ৪৫ চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ চীনা পণ্য আমদানিতে শুল্ক বাড়ালেন বাইডেন, পাল্টা ব্যবস্থার হুমকি

ফরাসি বার্তাসংস্থা এএফপি বলছে, চীনে এ ধরনের ‘ব্যাপক সহিংস’ অপরাধ তুলনামূলকভাবে বিরল। কারণ চীনা আইনে নাগরিকদের কাছে আগ্নেয়াস্ত্র রাখার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।

এর আগে সোমবার (২০ মে) চীনের মধ্য জিয়াংসি প্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ে ছুরিঘাত করে দুজনকে হত্যা ও চারজনকে আহত করেন এক নারী। এছাড়া চলতি মাসেই দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশের একটি হাসপাতালে এক ব্যক্তির ছুরিকাঘাতে দুজন নিহত ও ২১ জন আহত হন।

সূত্র: এএফপি

এসএএইচ

Advertisement