চট্টগ্রামে কোরবানির দুই পশুর হাটের লেনদেনকে ক্যাশলেস করার ব্যাপারে একসঙ্গে কাজ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বাংলাদেশ ব্যাংক।
Advertisement
বৃহস্পতিবার (২৩ মে) চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর কাছে এ সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল। এবছর সাগরিকা গরুর বাজার এবং নুর নগর হাউজিং গরুর হাটে ডিজিটাল লেনদেন বুথ থাকবে।
প্রতিনিধি দলটি জানায়, কোরবানির পশুর বাজারকে কেন্দ্র করে নগদ লেনদেনের ঝুঁকি নিরসনে এবং সরকারের স্মার্ট বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২টি কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন
Advertisement
সভায় মেয়র বলেন, প্রধানমন্ত্রী যে ক্যাশলেস বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রামকে স্মার্ট নগরীতে পরিণত করার কাজ চলমান। এক্ষেত্রে এ ধরনের ডিজিটাল সেবার উদ্যোগ চট্টগ্রামের বিপুল অর্থনৈতিক সম্ভাবনার সুফল ঘরে তুলতে সহায়তা করবে। হাটে ডিজিটাল লেনদেন বুথ চালুর বিষয়ে ভূমি ও বিদ্যুৎসেবা প্রদানের আশ্বাস দেন মেয়র। এ দুটি বুথে এটিএম মেশিন, মোবাইলে আর্থিক লেনদেন সেবা, ডিজিটাল ব্যাংকিং ইত্যাদির সুবিধা উপভোগ করবেন কোরবানির হাটের ক্রেতা-বিক্রেতারা।
এর আগে ২০২৩ সালে প্রথমবারের মত চট্টগ্রামের দুই পশুর হাটে ক্যাশলেস লেনদেনের ব্যবস্থা করে বাংলাদেশ ব্যাংক ও চট্টগ্রাম সিটি করপোরেশন। কিন্তু প্রথমবার ওই আয়োজনে ক্যাশলেস সেবার যে সব প্রতিশ্রুতি ছিলো তার কিছুই বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ ছিলো অনেকের।
এএজেড/এসআইটি/এমএস
Advertisement