দেশজুড়ে

৬ মাস পর হিলি বন্দর দিয়ে এলো কাঁচা মরিচ

দীর্ঘ ছয়মাস বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৫টায় প্রায় ১০ টন কাঁচা মরিচ নিয়ে একটি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করে। মরিচের আমদানিকারক আশা বাণিজ্যালয় নামের একটি প্রতিষ্ঠান।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ আমদানির খবরে বাজারে দাম কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচ বিক্রেতা শাকিল আহমেদ বলেন, কাঁচা মরিচ পচনশীল পণ্য। সরবরাহ বাড়লে দাম কমে আর সরবরাহ কমলে দাম বাড়ে। এতে আমাদের কিছু করার থাকে না। তবে ভারতীয় কাঁচা মরিচ আমদানির কারণে দাম কিছুটা কমেছে।

Advertisement

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, তীব্র তাপপ্রবাহ আর অধিক গরমের কারণে দেশে কাঁচা মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। উৎপাদন কমে যাওয়ায় খোলা বাজারে এর সংকট দেখা দিয়েছে। ফলে পণ্যটির দাম হঠাৎ করে বাড়তে শুরু করেছে।

তিনি আরও বলেন, দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। আমদানি বাড়লে দেশের বাজারে দাম অনেকটাই কমে আসবে।

মাহাবুর রহমান/এসআর

Advertisement