দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ঘণ্টা ধরে একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় চারলেন সড়কে কাজের সময় লাইন লিকেজ হয়ে জেলার একাংশের গ্যাস সংযোগ বন্ধ রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ২টা থেকে জেলা সদরে ঘাটুরা থেকে সরাইল উপজেলায় গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে করে গ্যাস সংযোগ ব্যবহারকারী প্রায় ৮ হাজার গ্রাহক দুর্ভোগে পড়েন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ইঞ্জিনিয়ার বিভাগের ম্যানেজার সাজ্জাদুর রহমান জাগো নিউজকে জানান, আশুগঞ্জ বন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন সড়কের কাজ চলছে। দুপুরে কাজ করার সময় সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর এলাকায় গ্যাস সরবরাহের ছয় ইঞ্চি একটি পাইপ লিকেজ হয়ে যায়। এজন্য ঘাটুরা সংযোগ বন্ধ করা হলে সরাইল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, গ্যাস লাইন মেরামতের কাজ চলছে। দ্রুত কাজ শেষ করে গ্যাস সরবরাহ করার চেষ্টা অব্যাহত আছে।

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/এনআইবি/জেআইএম