প্রথম দুই ম্যাচে হার। তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পেয়েছিল মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দারাবাদ। চতুর্থ ম্যাচ খেলতে আজ রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যসোসিয়েশন মাঠে গেলো মুস্তাফিজের দল। স্বাগতিক গুজরাট লায়ন্সের বিপক্ষে শুরুতেই টস ভাগ্য গেলো সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের কাছে। টস জিতে অবশ্য প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ওয়ার্নার। ব্যাট করার আমন্ত্রন জানিয়েছেন স্বাগতিক গুজরাটকে।টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে সুরেষ রায়নার নেতৃত্বাধীন আইপিএলের নতুন দল গুজরাট লায়ন্স। দলটির ব্যাটিং লাইনআপ খুব শক্তিশালি। অ্যারোন ফিঞ্চ, বেন্ডন ম্যাককালাম, সুরেষ রায়না, দিনেশ কার্তিক, ডোয়াইন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজাদের নিয়ে দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল। বোলিংয়েও আছেন ডেল স্টেইনের মত পেসার।অপরদিকে সানরাইজার্স হায়দারাবাদের ব্যাটসম্যানরা পুরোপুরি ফর্মে নেই। যদিও আগের ম্যাচে ফর্মে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। বোলাররাও খুব একটা ফর্মে নেই। শুধুমাত্র মুস্তাফিজুর রহমান ছাড়া। যে কারণে দলটি তিন ম্যাচের মাত্র ১টিতে জিতেছে।টস জয়ের পর সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলেন, ‘উইকেট আগের মতই। আমার বিশ্বাস বোলাররা যদি নিজেদের ফর্ম দিয়ে খেলতে পারে, তাহলে ভালো কিছু করা সম্ভব। রানতাড়া করার ক্ষেত্রে আমরা ভালোভাবেই ফিরতে পেরেছি। আশিষ রেড্ডির পরিবর্তে দলে এসেছেন আদিত্য তারে।’টস জিতলে ফিল্ডিং নিতেন সুরেশ রায়নাও। তবে নিজের ব্যাটসম্যানদের ওপর অগাদ আস্থা তার। রবীন্দ্র জাদেজা ফিরেছেন বিয়ে করে। তাকে দলে নিয়েই একাদশ সাজিয়েছে গুজরাট। ডেল স্টেইনকে নেয়া হয়েছে জেমস ফকনারের পরিবর্তে।’গুজরাট লায়ন্সঅ্যারোন ফিঞ্চ, ব্রেন্ডন ম্যাককালাম, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, ডোয়াইন ব্র্যাভো, রবীন্দ্র জাদেজা, অক্ষদ্বীপ নাথ, ধাওয়াল কুলকার্নি, প্রাভিন কুমার, ডেল স্টেইন, প্রাভিন টাম্বে।সানরাইজার্স হায়দারাবাদডেভিড ওয়ার্নার, শিখর ধাওয়ান, মইসেস হেনরিক্স, ইয়ন মরগ্যান, দীপক হুদা, আদিত্য তারে, নোমান ওছা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান, বিপুল শর্মা এবং বারিন্দার স্রান। আইএইচএস/এবিএস
Advertisement