রাজনীতি

জোট শরিকদের নিয়ে বৈঠকে বসেছেন শেখ হাসিনা

সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় পর ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সভাপতি ও জোটনেত্রী শেখ হাসিনা।

Advertisement

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা ৭টায় গণভবনে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে শরিক দলগুলোর পাশাপাশি আওয়ামী লীগেরও একাধিক নেতা অংশ নিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আসন বণ্টন নিয়ে সবশেষ গত বছরের ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন ১৪ দলীয় জোটের নেতারা।

Advertisement

আরও পড়ুনকোন পথে ১৪ দলীয় জোট?

জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতির সঙ্গে জোট নেতাদের এটিই প্রথম বৈঠক হচ্ছে।

তবে এরই মধ্যে নির্বাচনে আসন ভাগাভাগিসহ নানা বিষয়ে ১৪ দলে দূরত্ব সৃষ্টির গুঞ্জন রয়েছে। এমনকি জোটনেত্রীও এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। এরই মধ্যে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর শেখ হাসিনার ডাকা এ বৈঠককে বেশ গুরুত্বপূর্ণ বলছেন জোট নেতাদের অনেক।

এসইউজে/এমকেআর/জেআইএম

Advertisement