দেশজুড়ে

লক্ষ্মীছড়িতে আ.লীগের ভোট বর্জন

একটি আঞ্চলিক রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রার্থীদের হুমকি ও সাধারণ ভোটারদের প্রভাবিত করা এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার আওয়ামী লীগের সকল চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ মনোনীত তিন চেয়ারম্যান প্রার্থী যৌথভাবে এ ঘোষণা দেন। ফলে লক্ষ্মীছড়ি উপজেলার তিন ইউনিয়নে নৌকাবিহীন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচন থেকে সরে দাঁড়ানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়নে লেনিন কুমার চাকমা, ২নং দুল্যাতলী ইউনিয়নে মো. নুরে আলম ও ৩নং বর্মাছড়ি ইউনিয়নে নীলবর্ন চাকমা।আওয়ামী লীগ মনোনীত তিন চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করে বলেন, পাহাড়ের একটি আঞ্চলিক রাজনৈতিক দলের হুমকি ও বাধার কারণে নৌকার প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচার-প্রচারণা, জনসংযোগ এবং পোস্টার লাগাতে পারেননি। তারা অভিযোগ করে বলেন, আঞ্চলিক রাজনৈতিক দলটির কারণে অধিকাংশ কেন্দ্রে নৌকার পক্ষে কোনো পোলিং এজেন্ট নিয়োগ দেয়া যাচ্ছে না।প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল লক্ষ্মীছড়িতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে অনুষ্ঠিত প্রার্থীদের মতবিনিময় সভায় বিষয়টি উপস্থাপন করেন প্রার্থীরা। মুজিবুর রহমান ভুইয়া/এআরএ/এবিএস

Advertisement