তথ্যপ্রযুক্তি

দীর্ঘদিন বাইক ভালো রাখতে ৪ বিষয়ে খেয়াল রাখবেন

সাধের বাইকটিকে নিয়ে প্রতিদিন কর্মস্থলে না কাজে যাচ্ছেন। এছাড়া যখন ইচ্ছা পাহাড় কিংবা সমুদ্রের পথে ছুটে যাচ্ছে বাইকটি সঙ্গী করে। কিন্তু শখের বাইকটির নিয়মিত যত্ন নিচ্ছেন কি? বছরের পর বছর বাইকটি ভালো রাখতে অবশ্যই বাইকের যত্ন করতে হবে।

Advertisement

চলুন জেনে নেওয়া যাক কোন ৪ বিষয়ে খেয়াল রাখলে শখের বাইকটি দীর্ঘদিন ভালো রাখতে পারবেন-

১. সবার আগে ইঞ্জিন ভালো রাখার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে নির্দিষ্ট দিন অন্তর ইঞ্জিন অয়েল পরিবর্তন করা ভীষণ প্রয়োজন।

আরও পড়ুন

Advertisement

এবার ৭০০ সিসির আকর্ষণীয় বাইক আনছে ইয়ামাহা 

২. নিয়মিত বাইক সার্ভিস এবং ব্রেক-সু এর মতো ছোট ছোট জিনিসের ওপর নজর রাখতে হবে। সময় মতো এয়ার ফিল্টার পরিবর্তন করা প্রয়োজন। একই সঙ্গে ইঞ্জিনে খুব ছোটখাটো গাড়ির সাউন্ডের দিকে খেয়াল রাখতে হবে।

৩. ইঞ্জিনে সামান্য কিছু সাউন্ড দেখা দিলে দ্রুত মেকানিকের পরামর্শ নিয়ে সঠিক সময় বাইক সার্ভিস করা প্রয়োজন। যে কোনো গাড়ি ঠিক রাখতে হলে সঠিক সার্ভিসের প্রয়োজন।

৪. বাইকের ইঞ্জিন অয়েল সঠিক সময়ে অর্থাৎ (২-৩০০০ কিলোমিটার মধ্যে) পরিবর্তন করা উচিত। একইসঙ্গে ব্রেক-সু রিপ্লেসমেন্ট, ১২ হাজারের মধ্যে এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে।

আরও পড়ুন

Advertisement

শিগগির নতুন পালসার আনছে বাজাজ  নতুন বাইক আনলো হিরো 

সূত্র: নিউজ১৮

কেএসকে/জিকেএস