দেশজুড়ে

রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত

আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মৃত্যুতে সকল পদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বুধবার দুপুরে নরসিংধীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া প্রচারণার জন্য রায়পুরা চরাঞ্চলে গণসংযোগে যাচ্ছিলেন। সুমনের গাড়িবহর চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের সঙ্গে মুখোমুখি হয়। ওই সময় আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা সুমনের গাড়ি বহড়ে হামরা চালান। ওই সময় তারা সুমনের ওপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করেন।

উভয় প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও গুলাগুলির সময় প্রাণে বাঁচতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন তার গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা চালান। এসময় রুবেল সমর্থকরা তালা প্রতীকের প্রার্থী মো. সুমন মিয়াকে এলোপাথারী পিটিয়ে রক্তাক্ত করেন। প্রাণে বাঁচতে আহত অবস্থায় সুমন বাঁশগাড়ী পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেন। সেখান থেকে সন্ধ্যা ৬টায় পুলিশ তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত ঘোষণ করেন।

Advertisement

রায়পুরা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

সঞ্জিত সাহা/এফএ/এএসএম