প্রবাস

সেপাক টাকরো বিশ্বকাপের রেগু ইভেন্টে বাংলাদেশ তৃতীয়

সেপাক টাকরো বিশ্বকাপের ডিভিশন ১ এ রেগু ইভেন্টে তৃতীয় স্থান লাভ করেছে বাংলাদেশ। ২১ মে চতুর্থ দিনে ডিভিশন ১ এ রেগু ইভেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ দল ২-০ সেটে ইরানের কাছে হেরে তৃতীয় স্থান লাভ করে। বাংলাদেশ দল প্রথম সেটে ১৫-৬ পয়েন্টে, দ্বিতীয় সেটে ১৫-৭ পয়েন্টে পরাজিত হয়।

Advertisement

বুধবার (২২ মে) ফাইনাল খেলায় ইরান ২-১ সেটে চাইনিজ তাইপেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের আয়োজনে মালয়েশিয়ার কুয়ালালামপুরের টিটিওয়াংশা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পক্ষে সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানসীর, রশিদুজ্জামান সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মো. ফারুক ঢালী, যুগ্ম সম্পাদক লুতফুল করিম সোহেল, নির্বাহী সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি ও খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ করেন।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের চেয়ারম্যান বনচায় লুহরপিপাত, সাধারণ সম্পাদক দাতু আবদুল হালিম কাদের, আয়োজক কমিটির চেয়ারম্যান ও মালয়েশিয়া সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের সভাপতি দাতু মোহাম্মদ সোমালি রেদোয়ান।

Advertisement

এমআরএম