আইপিএলের এলিমিনেটর ম্যাচ, হারলেই বাদ। এমন এক ম্যাচে বড় পুঁজি গড়তে পারলো না বিরাট কোহলি-গ্লেন ম্যাক্সওয়েলদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
Advertisement
রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮ উইকেটে ১৭২ রানেই থেমেছে বেঙ্গালুরু। অর্থাৎ জিততে হলে রাজস্থানকে করতে হবে ১৭৩।
আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। ইমপ্যাক্ট প্লেয়ার রজত পাতিদারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৪ রান। ২২ বল খেলে ২টি করে চার-ছক্কায় এই রান করেন তিনি।
এছাড়া কোহলি ২৪ বলে ৩৩, ক্যামেরন গ্রিন ২১ বলে ২৭ আর শেষদিকে মহিপাল লমরর ১৭ বলে দুটি করে চার-ছক্কায় খেলেন ৩২ রানের ইনিংস।
Advertisement
রাজস্থানের আভেশ খান ৩ উইকেট পেলেও ৪ ওভারে খরচ করেন ৪৪ রান। রবিচন্দ্রন অশ্বিন সমান ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন দুটি উইকেট।
এমএমআর/জিকেএস