দ্বাদশ জাতীয় সংসদে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীমের (আনার) মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
Advertisement
বুধবার (২২ মে) শোকবার্তায় মো. আনোয়ারুল আজীম আনারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শােকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন স্পিকার।
মো. আনোয়ারুল আজীম দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৬৮ সালে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণকারী এ সংসদ সদস্যের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপরা।
Advertisement
আরও পড়ুন
এমপি আনোয়ারুল আজীমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক আনোয়ারুল আজীমের মরদেহ নিয়ে ধোঁয়াশাএর আগে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার। বুধবার (২২ মে) সকালে কলকাতার বিভিন্ন গণমাধ্যম এ খবর জানিয়েছে।
পরে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে নিখোঁজ আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ হত্যাকাণ্ডে আমাদের বাংলাদেশের মানুষ জড়িত।
আইএইচআর/এমএইচআর/জিকেএস
Advertisement