তীব্র তাপপ্রবাহে এসি ব্যবহার করে বিদ্যুৎ বিল অনেকটাই বেড়ে গেছে। অনেকেই নতুন এসি কিনেছেন। আবার অনেকের বাড়িতে আগে থেকেই এসি আছে। তবে পুরোনো এসিগুলো থেকে অনেক সময় বেশি ঠান্ডা বাতাস পাওয়া যায় না।
Advertisement
দেখা যায় পুরোনো এসিতে ঘর ঠান্ডা হতেও সময় বেশি লাগে। এতে বিদ্যুৎ খরচও বেশি হয়। তবে কিছু সহজ টিপস জানা থাকলে পুরোনো এসির বাতাসও নতুন এসির মতোই ঠান্ডা হবে। জেনে নিন কয়েকটি টিপস-
>> এসি নিয়মিত সার্ভিসিং করান। গরমের শুরুতে ব্যবহারের আগে এবং ব্যবহারের পরে অবশ্যই সার্ভিসিং করাতে হবে। কারণ দীর্ঘদিন এসি বন্ধ রাখার পর সার্ভিসিং করানো খুব জরুরি। এতে এসির বাতাসও ঠান্ডা হতে অনেক বেশি।
আরও পড়ুন
Advertisement
>> উইন্ডো এসি বা স্প্লিট এসি এই দুই ক্ষেত্রেই সপ্তাহে পরিষ্কার রাখতে হবে ৷ ফলে এসিতে বায়ুর ফ্লো অত্যন্ত পরিমাণে বাড়তে থাকে ৷
>> কুলিং ফাইলকেও পরিষ্কার করতে হবে ৷ কুলিং ফাইল যদি নোংরা হয় সেক্ষেত্রে এসি ঠান্ডা হয়ে থাকে ৷ কুলিং ফাইলে নোংরা পড়লে অতি সহজেই পরিষ্কার করা যাবে ৷ অতি সহজেই অত্যন্ত সুবিধা করা যায় ৷
>> নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করুন ৷ এটি পরিষ্কার করতে পানি ব্যবহার করা যেতে পারে ৷ তবে ফিল্টার পরিষ্কার করার পর সেটি ধুয়ে শুকিয়ে নিন, পরিষ্কার পরিচ্ছন্ন এসি আরও একবার ফিল্টারে ফিট করতে হবে ৷ >> গরম শুরু আগেই এসির একবার সার্ভিস করাটা জরুরি ৷ শীতের সময় দীর্ঘ সময় ধরে এসি বন্ধ রাখার পরেই পরবর্তী মৈসুমে চালু করার আগে সার্ভিস করতে হবে ৷
আরও পড়ুন
Advertisement
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/এএসএম