পাবনার সুজানগরে তেলবাহী লরি রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন।
Advertisement
মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা-সুজানগর-নাজিরগঞ্জ সড়কে সুজানগর থানা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে আব্দুল মান্নান (৪০) ও পৌরসভার চর সুজানগর এলাকার লবাই খার ছেলে কামরুল ইসলাম (৩৮)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেলবাহী একটি লরি সুজানগর পৌর বাজার থেকে নাজিরগঞ্জের দিকে যাচ্ছিল। থানা গেটের সামনে লরিটি বাজারের সড়ক থেকে বাঁধের সড়কে ওঠার আগে চালক নিয়ন্ত্রণ হারান। এতে লরিটি রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। সেখানে বসে থাকা দুজনের ওপরে লরি উঠে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও কামরুল ইসলাম নামের দুজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লরির নিচ থেকে মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে।
Advertisement
আমিন ইসলাম জুয়েল/এসআর