জাতীয়

সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলা, প্রতিবাদে তিন ডিপোয় কর্মবিরতি

চট্টগ্রাম নগরের এসএসিএল ডিপোয় এক সমঝোতা বৈঠকে সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) কর্মচারী ইউনিয়নের একাংশ।

Advertisement

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২১ মে) এসএসিএল, ইম্পাহানি, ওসিএল ডিপোয় কাজ বন্ধ রেখেছেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা।

বিষয়টি নিশ্চিত করে সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের (সিডিএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশরাফ হোসেন ভূঁইয়া বলেন, ‌‘গতকাল (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে সিঅ্যান্ডএফ কর্মচারীদের সঙ্গে এসএসিএল ডিপো কর্তৃপক্ষের বৈঠক হয়। পরে রাত ১২টার দিকে কর্মচারীদের ওপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন কর্মচারী আহত হয়ে মেডিকেলে ভর্তি আছেন। এই ঘটনার প্রতিবাদে এসএসিএল, ইম্পাহানি, ওসিএল ডিপোয় কর্মবিরতি পালন করছেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা। সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‌‘দীর্ঘদিন যাবৎ সিঅ্যান্ডএফ কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে ডিপো কর্তৃপক্ষ। এ বিষয়ে গতকাল রাতে ডিপো কর্তৃপক্ষের বৈঠক ছিল। হামলার সময় বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। কর্মচারীদের টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছেন তারা। এ বিষয়ে থানায়ও অভিযোগ দেওয়া হয়েছে।’

Advertisement

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘সিঅ্যান্ডএফ কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে ইউনিয়ন তিন ডিপোতে কর্মবিরতি পালন করছে। যেহেতু ডিপোর রপ্তানি, বৈদেশিক মুদ্রা আহরণ, শিপমেন্ট ইত্যাদি স্পর্শকাতর বিষয়, তাই আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধান করা উচিত।’

এএজেড/ইএ