আন্তর্জাতিক

অবৈধ প্রবেশ ঠেকাতে ফিনল্যান্ডে নতুন সীমান্ত আইনের প্রস্তাব

ফিনল্যান্ডের ডানপন্থি সরকার সীমান্তে অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে এক নতুন আইনের প্রস্তাব করেছে। এই আইনের মাধ্যমে দেশটির সীমান্তরক্ষী বাহিনী অভিবাসনপ্রত্যাশীদের সরিয়ে দিতে পারবে।

Advertisement

সম্প্রতি দেশটির অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এ জন্য অবশ্য রাশিয়াকে দুষছে হেলসিঙ্কি।

আরও পড়ুন>

ইরানি প্রেসিডেন্টের প্রথম জানাজায় অংশ নিতে মানুষের ঢল সমুদ্রের উচ্চতা বৃদ্ধি: ঝুঁকিতে জ্বালানি তেলের আমদানি-রপ্তানি

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটারি অরপো বলেছেন, এ ব্যাপারে একটি বৈধ আইনের প্রয়োজন। কারণ গত শরতে প্রায় এক হাজার অভিবাসী রাশিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে ভিসা ছাড়াই প্রবেশ করেছে।

Advertisement

মস্কোকে দায়ী করে হেলসিঙ্কি বলছে, অবৈধ অভিবাসনপ্রত্যাশী বাড়ার ক্ষেত্রে রাশিয়ার হাত রয়েছে। যদিও ক্রেমলিন এসব অভিযোগ অস্বীকার করছে।

অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা নাটকীয়ভাবে বাড়ার পর গত ডিসেম্বরের মাঝামাঝি নর্ডিক দেশটি রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়।

এপ্রিলে অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এর আগে সীমান্ত বন্ধের সময়সীমা কয়েকবার বাড়ানো হয়।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, যে কোনো ধরনের চাপ মোকাবিলা ও অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতেই এই আইনের প্রস্তাব করা হয়েছে।

Advertisement

প্রস্তাবটি প্রথমে সংসদের পাস করাতে হবে। তারপর এটি আইনে পরিণত হবে।

সূত্র: এএফপি

এমএসএম