জাতীয়

কক্সবাজার বেড়ানোর নামে যাত্রীবেশে বাসে ইয়াবা বহন

রাজধানীতে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তারা হলেন- শওকত আলী সিকদার (৫৪), আল আমিন কাজী (৩৫), শ্যামল দত্ত (৪৫) ও হাচান চৌধুরী ওরফে কামরুজ্জামান হাসান (৩৬)। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ।

Advertisement

গ্রেফতার ব্যক্তিরা মূলত পরিবহনশ্রমিক। তারা যাত্রীবেশে বাসটিতে উঠে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবাগুলো নিয়ে আসেন।

মঙ্গলবার (২১ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রাজধানীর দনিয়া কলেজের উত্তর পাশে এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডের যাত্রীবাহী একটি বাসে অভিযান চালানো হয়। বাসে যাত্রীবেশে থাকা চারজনের কাছ থেকে ৫ হাজার ৪৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়। তারা এগুলো নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। তারা মূলত বেড়ানোর নাম করে ইয়াবার চালান আনতে কক্সবাজার যান।

Advertisement

কক্সবাজারের টেকনাফের মাদক কারবারি ইউনুছের কাছ থেকে ইয়াবাগুলো কেনেন শওকত। আর তার সহযোগী হিসেবে কাজ করছিলেন আল আমিন, হাচান ও শ্যামল। ইয়াবাগুলো গোপালগঞ্জে নিয়ে বিক্রি করতে চেয়েছিলেন তারা।

চার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।

টিটি/এমআইএইচএস/এমএস/এমএইচআর

Advertisement