বিনোদন

সুন্দরবনে চিত্রায়িত হলো ফাহিম ফয়সালের সূফী গান

দেশের অন্যতম পর্যটনস্পট সুন্দরবেন চিত্রায়িত হলো কণ্ঠশিল্পী ও সুরকার ফাহিম ফয়সালে ‘সিজদাহ করি তোমায়’ শিরোনামের সূফী গানের। সম্প্রতি গানটি প্রকাশ পেয়েছে ফাহিম ফয়সালের ফেসবুক পেইজ, স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ডিজারসহ জনপ্রিয় সকল অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গানের সংগীতায়োজন করেছে রাফি এবং কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

Advertisement

আরও পড়ুন

বিনোদন সুনিধির গানের মঞ্চে বোতল ছুড়ে মারলেন দর্শক মায়ের সুরে মেয়ের গান

গানটি নিয়ে ফাহিম ফয়সাল বলেন, ‘সূফী গানের প্রতি আমার ভীষণ রকমের দুর্বলতা রয়েছে। গানটিতে আমি মহান সৃষ্টিকর্তার সৃষ্টি ও মানুষের সাথে তার যে গভীর সম্পর্ক রয়েছে তা তুলে ধরার চেষ্টা করেছি। গানটি পুরোপুরি সৃষ্টিকর্তার প্রশংসা করেই লেখা হয়েছে। চেষ্টা করেছি প্রকৃতি ও প্রাকৃতিক কিছু চিরন্তন সত্য বিষয় গানের ভেতর তুলে ধরতে।’

তিনি আরও বলেন, ‘খুব সহজ সরল কথামালা, সুর ও সংগীত দিয়ে গানটি সাজিয়েছি। গানটি রেকর্ডিংয়ের পর থেকেই আমার ইচ্ছে ছিলো প্রকৃতিক সৌন্দর্যমণ্ডিত কোনো স্থানে গানটির চিত্রায়ন করার। তাই আমাদের দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পট এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কোল ঘেষে একটি ইকো রিসোর্টে ‘সিজদাহ করি তোমায়’ গানের চিত্রায়ন করেছি। আশা করি সৃষ্টিকর্তার স্মরণে প্রশংসামূলক এই গানের বাণী, সুর, সংগীত, গায়কী ও চিত্রায়ন শ্রোতাদের হৃদয় ছুঁয়ে দিবে।’

Advertisement

অন্যান্য ব্যস্ততা প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, ‘নিয়মিত বিভিন্ন গানের সুর ও সংগীতায়োজন করছি, কপিরাইট গবেষণা ও সচেতনতায় কাজ করছি। এছাড়াও আমার ডিজিটাল এজেন্সি ‘ভার্সডসফট লি.’ এ সময় দিয়ে ব্যস্ত সময় পার করছি।

‘সিজদাহ করি তোমায়’ গানের লিংক

এমএমএফ/এমএস