বিনোদন

চালু হলো অর্ণবের স্বপ্নের স্কুল

স্বপ্ন বেঁচে থাকলে সেটি পূরণ হয়। আর তারাই স্বপ্ন বাঁচিয়ে রাখতে জানেন যারা সাহসী। সংগীতশিল্পী অর্ণব সেই কাতারের মানুষ। দীর্ঘদিন ধরেই তিনি লালন করেছিলেন বান্দরবানের লামা উপজেলার বাচ্চাদের জন্য একটি স্কুল করে দিবেন। অবশেষে সেটি তিনি পেরেছেন।স্বপ্ন দেখার শুরুটা হয় কয়েক বছর আগে বান্দরবানে বেড়াতে গিয়ে। লামা উপজেলার পাহাড়ের ওপরের ছোট্ট একটা গ্রামে গিয়েছিলেন অর্ণব। সেখানে ছিল একটা স্কুল। একদিন একপাল বন্য হাতি এসে সেই স্কুলটি গুড়িয়ে দিয়ে যায়। বন্ধুদের কাছে এমন খবর জেনে মন বিষণ্ন হয় অর্ণবের।তারপর থেকেই স্কুলটি পূনঃনির্মাণের জন্য কাজ করে যাচ্ছিলেন তিনি। জানালেন কাজ অনেকদূর এগিয়েছে। অর্ণব ও তার বন্ধুদের স্বপ্নের এ স্কুল এখন আবার মাথা তুলে দাঁড়িয়েছে। অর্ণবের ফেসবুকে প্রকাশ হয়েছে স্কুলে ক্লাশ চলার দৃশ্যও। তবে স্কুলের কাজ এখনও শেষ হয়নি। আরো বেশ কিছুদিন সময় লাগবে বলে জানান অর্ণব।তিন বছর আগে স্কুলটি ভেঙ্গে যাবার পর থেকেই সেটি পূনঃনির্মাণের জন্য বড় ধরনের ভূমিকা রেখে চলেছেন অর্ণব। তার সর্বশেষ অ্যালবাম ‘খুব ডুব’র বিক্রিত টাকা তিনি এখানেই ব্যায় করেছেন। এই স্বপ্ন পূরণে অর্ণবের সঙ্গে রয়েছে তার ব্যান্ডের বন্ধু সদস্যরা। এলএ/পিআর

Advertisement