আন্তর্জাতিক

গাজায় অভিযানে ইসরায়েলের ২৮২ সেনা নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলছেই। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

Advertisement

অপরদিকে গাজা সংঘাতে দুই শতাধিক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আরও দুই সেনা আহত হয়েছে। এর মধ্যে একজন গিভাতি ব্রিগেডের এবং অন্যজন একটি লজিস্টিক্স গ্রুপের সদস্য।

স্থানীয় সময় সোমবার গাজার দক্ষিণাঞ্চলে লড়াইয়ের সময় তারা আহত হন। তাদের দুজনের অবস্থাই গুরুতর বলে জানানো হয়েছে। ওই দুই সেনা সদস্যকে চিকিৎসার সরিয়ে নেওয়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার সংঘাতে সোমবার পর্যন্ত তাদের ২৮২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৭৪৫ জন।

Advertisement

এছাড়া গত সাত মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ-সংঘাতে গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৫৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৯ হাজার ৬৫২ জন।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় অন্তত ১২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল প্রয়োজন হলে ইসরায়েল একাই যুদ্ধ চালিয়ে যাবে: নেতানিয়াহু পশ্চিম তীরে অভিযান, আরও ১৬ ফিলিস্তিনিকে গ্রেফতার

এদিকে জাতিসংঘের মানবিক কার্যালয় বলছে, ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর ও দক্ষিণে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে গত দুই সপ্তাহে গাজার জনসংখ্যার ৪০ শতাংশ বা ৯ লাখের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। উত্তর গাজার জাবালিয়া ও বেত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত কয়েক ঘণ্টায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।

টিটিএন

Advertisement