আইন-আদালত

কিশোর গ্যাং নিয়ে প্রধান বিচারপতির উদ্বেগ

অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। কিশোর গ্যাং বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

Advertisement

মঙ্গলবার (২১ মে) এক হত্যা মামলায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানিতে তিনি এসব কথা বলেন।

এসময় প্রধান বিচারপতি বলেন, সমাজে অপরাধের ধরন পাল্টেছে। এখন আগের সেই সামাজিক অবস্থা নেই। তাই অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন (ক্রাইম কন্ট্রোল ম্যাকানিজম ডেভেলপ) করতে হবে।

আরও পড়ুনবিশ্ব মানবিকতার বিবেক কোথায়, ফিলিস্তিন ইস্যুতে প্রধান বিচারপতি

কিশোর গ্যাং প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, সমাজে বেপরোয়া ‘কিশোর গ্যাং’ নিয়ে পত্রিকায় খবর হয়েছে। এক্ষেত্রে শিশু বললেই হবে না, এরাই পরে অপরাধে জড়ায়।

Advertisement

এফএইচ/এমএইচআর/জেআইএম