জাতীয়

গরমে অতিষ্ঠ চিড়িয়াখানার প্রাণীকূল

বৈশাখের শুরু থেকে পুরো দেশজুড়ে বয়ে চলছে তীব্র দাবদাহ। সূর্যের প্রখর তাপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। অসহনীয় এ গরমের প্রভাব পড়েছে ঢাকা চিড়িয়াখানার প্রাণীকূলেও। প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হওয়া প্রাণীদের খাদ্য গ্রহণেও অনীহা দেখা দিয়েছে।বৃহস্পতিবার মিরপুরে ঢাকা চিড়িয়াখানায় সরজমিনে দেখা যায়, তীব্র গরমে বেশিরভাগ প্রাণী খুঁজছে একটু শীতল ছায়া। দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে বাঘ, সিংহ, ভাল্লুক, বানরসহ প্রায় সকল প্রাণী। খাচার ভেতরে নির্দিষ্ট স্থানে রাখা পানির চৌবাচ্চায় ভির জমাচ্ছে সবাই, সুযোগ পেলেই নিজের শরীর ভিজিয়ে নিচ্ছে। এছাড়া তীব্র গরমে প্রাণীদের খাদ্য গ্রহণে অনিহা সৃষ্টি হয়েছে বলে জানান খাদ্য সরবরাহকারী এক কর্মচারী।চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মোহাম্মাদ হাসান ইমাম জাগো নিউজকে বলেন, গরমে অতিষ্ঠ জনজীবন। প্রাণীদের অবস্থাও একই রকম। এসব বিষয় মাথায় রেখে গরমে প্রাণীদের খাদ্য তালিকায় খাবার স্যালাইন, ভিটামিন-সি, মৌসুমী ফলসহ বিশুদ্ধ শীতল পানি সরবরাহ করা হচ্ছে।এ বিষয়ে চিড়িয়াখানার নিউট্রেশন অফিসার আবু সাঈদ মোহাম্মাদ জানান, অতিরিক্ত গরমের সময় চিড়িয়াখানার প্রাণীদের পর্যাপ্ত শীতল পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া স্যালাইন এবং মৌসুমী কিছু ফলও দেয়া হয়। প্রাণীদের স্বাস্থ্যগত দিকেও নজর রাখা হচ্ছে নিয়মিত।তবে চিড়িয়াখানায় প্রধান তথ্য কর্মকর্তা ওয়ালিউর রহমানের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। তথ্য কেন্দ্রের দায়িত্বে থাকা জহরুল হক জানান, ওয়ালিউর রহমান মিটিংয়ের কাজে বাইরে আছেন।জহরুল হক জানান, চিড়িয়াখানায় মাংসাশী ৯ প্রজাতির মোট ৩৬টি প্রাণী আছে। এছাড়া বৃহৎ প্রাণী (তৃণভোজী) ২৮ প্রজাতির ২৬১টি, ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরিসৃপ ২৮ প্রজাতির ২৫৭টি, পাখি ৫৭ প্রজাতির ১ হাজার ১৫৮টি এবং অ্যাকুরিয়াম ফিস ২৫ প্রজাতির ৯৩৯টি ফিস রয়েছে।এএস/আরএস/পিআর

Advertisement