খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী কোচকে দায়িত্ব দিলো পাপুয়া নিউগিনি

ফিল সিমন্স, যার কোচিংয়ে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার বিশ্বকাপজয়ী এই কোচকে দায়িত্ব দিলো পাপুয়া নিউগিনি (পিএনজি)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলটির স্পেশালিস্ট কোচ হিসেবে থাকবেন সিমন্স।

Advertisement

প্রথম মেয়াদে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতালেও দ্বিতীয় মেয়াদে খুব একটা সুবিধা করতে পারেননি সিমন্স। তার কোচিংয়ে অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই ছিটকে পড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এরপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি সময় কেটেছে সিমন্সের। কোচিং করিয়েছেন ত্রিনবাগো নাইট রাইডার্স, এলএ নাইট রাইডার্স এবং করাচি কিংসকে।

পাপুয়া নিউগিনি দলের হেড কোচ জিম্বাবুয়ের সাবেক উইকেটরক্ষক ব্যাটার তাতেন্দা তাইবু। সিমন্স তার সঙ্গে কাজ করবেন।

Advertisement

ক্রিকেট পিএনজি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্যারিবীয় কন্ডিশনে ব্যাপক অভিজ্ঞতা থাকাতেই সিমন্সকে নিয়োগ দিয়েছে তারা।

এবারের বিশ্বকাপে পাপুয়া নিউগিনিকে নেতৃত্ব দেবেন আসাদ ভালা। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই ব্যাটার। এর আগে ২০২১ সালে কোনো জয় ছাড়াই বিশ্বকাপ মিশন শেষ করেছিল পাপুয়া নিউগিনি।

এমএমআর/এএসএম

Advertisement