দেশজুড়ে

নদীতে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নদী থেকে বালু উত্তোলনের সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছেন। সোমবার (২০ মে) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন, কুদ্দুস মিয়া (২১) ও দুলন মিয়া (২৫)। তাদের দুজনের বাড়ি ছাতক উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে ছোট নৌকা দিয়ে বালু উত্তোলন করতে যান পাঁচ শ্রমিক। বালু উত্তোলনের সময় হঠাৎ এ উপজেলায় ঝড় শুরু হয়। নৌকা নিয়ে শ্রমিকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আমরা আইনগত সব জটিলতা শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Advertisement

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম